ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে ভূয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার-১

কুড়িগ্রাম প্রতিনিধি : 

প্রকাশিত : ১৮:৫৫, ৩০ আগস্ট ২০১৯

কুড়িগ্রামের উলিপুরে ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে মাঈদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোররাতে রংপুর র‌্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

আটক যুবক উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার ফুলবাবুর পূত্র। সে বজরা এল,কে আমিন কলেঝের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র হিসেবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়।

রংপুরের র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তার ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে দেয়। এ খবরের সুত্র ধরে তাকে শুক্রবার ভোররাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাবের হেফাজতে রাখা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি