ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১২, ৩০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় রাজকুমার পাল (৪০) নামের একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) রাতে খুলনা-মোংলা মহাসড়কের ভাগা নামক স্থানে মোংলাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। হতাহতরা মাহেন্দ্রোর যাত্রী ছিলেন। 

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফকিরহাট উপজেলার তেকাঠিয়া গ্রামের মেজবাহ উদ্দিন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  তুহিন হাওলাদার জানান,  ধাক্কায় ট্রাকের ধাক্কায় মাহেন্দ্রোর ৪ যাত্রী গুরুত্বর আহত হয়। এদের মধ্যে রাজ কুমার পাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরেই মারা যায়।মেজবাহ উদ্দিন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।চালক পালিয়ে গেলেও মাহেন্দ্রকে ধাক্কা মারা ট্রাকটিকে আটক করা হয়েছে। কাটাখালী হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি