ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে ১২ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ৩১ আগস্ট ২০১৯

রাজশাহীর বাঘায় পিস্তল ও রাইফেলের কয়েক রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাকে উপজেলার আড়ানী বাজার থেকে ১২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ফিরোজা বেগম (২৫) আড়ানী পৌর বাজারের মাদক ব্যবসায়ী রাসেল আহম্মেদ ফিরোজের স্ত্রী। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বড় হাসুয়া, ১০০ পিচ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা করা হয়। 

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাতে আড়ানী জোতরঘু গ্রামে অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ কুদ্দুস আলীর ছেলে খায়রুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ফিরোজার বাড়িতে অভিযান চালায় পুলিশ। 

এ সময় তার ঘর তল্লাশী করে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। রাসেল ও ফিরোজার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি