ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১ সেপ্টেম্বর ২০১৯

ঠাকুরগাঁওয়ে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। রোববার ভোরে দুই জনকে বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত থেকে আকট করে বিএসএফ।

নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যান ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। আটকৃতরা হেলেন, উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মো. আলমের ছেলে আব্দুল হাকিম (৩২)ও দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে আবু সাঈদ আলী (৩০)।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেরকে ফেরত পাওয়ার জন্য বিএসএফ’র নিকট চিঠি পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে বলে জানান বিজিবি ঠাকুরগাঁওয়ের তথ্য কর্মকর্তা।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি