ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পাবনায় ট্রাক চাপায় পথচারী নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ১ সেপ্টেম্বর ২০১৯

পাবনা সদর উপজেলার জাফরাবাদে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আলী (৫০)। সে সাঁথিয়া উপজেলা তলট গ্রামের গহের আলীর ছেলে।রোববার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল খালেক জানান, রোববার সকালে কাশিনাথপুর থেকে গম বোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল।

এসময় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার জাফরাবাদ নামক স্থানে ট্রাকটি ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি