ঢাকা, শনিবার   ০৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাবনায় ট্রাক চাপায় পথচারী নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পাবনা সদর উপজেলার জাফরাবাদে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আলী (৫০)। সে সাঁথিয়া উপজেলা তলট গ্রামের গহের আলীর ছেলে।রোববার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল খালেক জানান, রোববার সকালে কাশিনাথপুর থেকে গম বোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল।

এসময় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার জাফরাবাদ নামক স্থানে ট্রাকটি ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি