ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৫, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একশ পিস ইয়াবাসহ সুজন (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
 
রোববার বিকেলে শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থান থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজন শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, একাধিক মামলার আসামি সুজন ভারত থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর যাওয়ার জন্য হাড়িখালি নামক স্থানে অপেক্ষা করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে সোপর্দ করা  হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি