কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ৩
প্রকাশিত : ০৯:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:৪২, ২ সেপ্টেম্বর ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে এএসআইসহ ৩ জন নিহত হয়েছেন।
সোমবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার বাবুর্চি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চৌদ্দগ্রামের মিয়ারবাজার হাইওয়ে ফাড়িঁতে দায়িত্বরত এএসআই আকতার হোসেন। তিনি জেলার বরুড়া উপজেলার আমড়াতলি ছোট বাতুয়া গ্রামের দুলা মিয়ার ছেলে। আর নিহত হেলপার সুমন আহমেদ (২৬) লক্ষ্মীপুর জেলার নন্দীগ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে এবং মো. ফাহাদ নোয়াখালী জেলার সেনবাগ গ্রামের মো. ছালেহ আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত একটি ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধারকালে পুলিশের পিকআপ ভ্যানকে পিছন দিক থেকে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এসময় পুলিশের এএসআই আকতারসহ তিনজন নিহত হন।
মিয়ার বাজার হাইওয়ে ওসি আবুল কালাম আজাদ জানান, ভোরে কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে বিকল হয়। হাইওয়ে পুলিশ র্যাকার নিয়ে উদ্ধারকালে পেছন দিক থেকে পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। এতে সংঘর্ষে গাড়ির হেলপার সুমন, চৌদ্দগ্রাম মিয়ারবাজার হাইওয়ে ফাড়িঁর এএসআই আকতার হোসেনসহ তিনজন নিহত হন।
আরও পড়ুন