ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বগুড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে পুড়িয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৫, ২ সেপ্টেম্বর ২০১৯

বগুড়ায় মাদকের টাকা না পেয়ে তার নিজ মাকে পুড়িয়ে হত্যা করেছে সোহানুর রহমান খোকন নামে মাদকাসক্ত এক ব্যাক্তি। এ সময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

গত রোববার বিকেলে উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামের এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানান, মাদকের টাকা নেয়ার জন্য প্রায়ই বাসায় তাণ্ডব চালাতেন সোহানুর। রোববার বিকেলেও মাদকের টাকা নিয়ে মা খুকী বেগমের সাথে কথাকাটাকাটি হয় তার। এক পর্যায়ে মাকে ঘরের খাটের সঙ্গে বেঁধে মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয় । এ সময় খুকী বেগমের চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী ছেলে সোহানুর রহমান খোকনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর গাজীউর জানান, আগুনে খুকী বেগমের শরীরের ৭০-৮০ শতাংশ দগ্ধ হয়ে যায়। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে গ্রেফতারকৃত সোহান। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি