চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ১, বাসে আগুন
প্রকাশিত : ১১:২৩, ৩ সেপ্টেম্বর ২০১৯
চুয়াডাঙ্গা শহরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাস টার্মনালের নিকট দুঘটনাটি ঘটে।
এ সময় উত্তেজিত জনতা বাসটিতে ব্যাপক ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীরা জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর মুকুলের ছেলে আশরাফুল ইসলাম পলাশ পেশায় একজন গাড়ী চালক। ঘটনার সময় পলাশ মোটরসাইকেল (চুয়াডাঙ্গা হ ১২-২০৯৭) যোগে ডিউটিতে যাচ্ছিল। পথিমধ্যে বাস টার্মিনালের নিকট পৌছালে বিপরীত দিক থেকে বরিশালগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক পলাশ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে রাজশাহী রেফার্ড করা হয়।
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, বাস চালক উল্টো পথে গাড়ী চালানোয় দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আরও পড়ুন