ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে চালককে হত্যা করে অটো ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ময়মনসিংহ সদরের দাপুনিয়া মধ্যপাড়া এলাকায়  চালক মোশাররফ হোসেন (৩২)কে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। মোশাররফের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার শাকের আহমেদ জানান, সোমবার রাতে ময়মনসিংহ সদরের ঘাগরা গ্রামের চালক মোশাররফ সিএনজি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর দাপুনিয়া মধ্যপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর কথা জানান ইন্সপেক্টর শাকের। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি