ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৩:১৪, ৩ সেপ্টেম্বর ২০১৯

ঢাকার আশুলিয়ার ফুলেরটেক এলাকা থেকে বিদেশি বিয়ার ও হুইস্কিসহ মো. বাবুল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।

আটককৃত মো. বাবুল হোসেন দীর্ঘ দিন ধরে বিদেশি বিয়ার ও মদ সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ সময় তার কাছ থেকে ১১৮ ক্যান বিয়ার ও পাঁচ বোতল হুইস্কি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ সোমবার সন্ধ্যায় আশুলিয়ার ফুলেরটেক এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা বাবুলকে প্রথমে দুই ক্যান বিয়ারসহ আটক করে। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার নির্মাণাধীন বাড়ির মেঝের মাটি খুঁড়ে ১১৬ ক্যান বিয়ার এবং পাঁচ বোতল হুইস্কি জব্দ করা হয়। সে ঢাকা থেকে বিয়ার ও হুইস্কি কিনে আশুলিয়া ও সাভার থানার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করতো।

মঙ্গলবার সকালে র‌্যাব বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। আশুলিয়া থানা সুত্রে জানা যায়, আটককৃত বাবুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি