রাজবাড়ীতে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত : ১৫:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৯
রাজবাড়ী পৌরসভার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে হেলথ ক্যাম্প এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা শিক্ষা সামছুন্নাহার চৌধুরী, মেরি স্টোপসের ম্যানাজার ইউনুস আলী, এনজিও’র পক্ষ থেকে নাহিদা ইসলাম।
ক্যাম্পের আওতায় রাজবাড়ী পৌরসভার মোট এক হাজার ৩০০ জনকে এ ল্যাকটেটিং মাদার সহায়তা দেওয়া হয়।
আরও পড়ুন