ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে কিশোরকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ৩ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুর মহানগরের রাজদীঘির পাড় এলাকায় এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতের নাম নূর ইসলাম। সে শেরপুরের শ্রীবদী থানার ভায়াডাঙ্গা গ্রামের ফকির আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, ফকির আলী স্ত্রী সন্তানদের নিয়ে মহানগরের টাংকিরপাড় এলাকায় জনৈক ফরিদের বাসায় ভাড়া থাকতো। নূর ইসলাম জর্জকোর্ট এলাকায় চায়ের দোকানে কাজ করত। 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাসায় খাবার খেয়ে সে রাজদীঘির উত্তর পাড়ে বসে বিশ্রাম নিচ্ছিল। এসময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসি গুরুতর আহত নূর ইসলামকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ খুনের কারণ জানাতে পারেনি।
কেআই/    
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি