ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী ৩ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বিজয়ী চেয়ারম্যানদের এ শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মো. আলিম হাওলাদার, চিতলমারী উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের অর্চনা দেবী বড়াল এবং ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মো. ইউনুস আলী শেখ।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ পারভীন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলুসহ ফকিরহাট, মোরেলগঞ্জ, চিতলমারী উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি