ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ফেন্সিডিলসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৫, ৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২১:২৬, ৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার দুপুরে র‌্যাব-১৪ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটককুত মো. নানু মিয়া (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জালালপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর পৌনে পাঁচটায় অভিযান চালিয়ে র‌্যাবের ভৈরব ক্যাম্পের সদস্যরা বিজয়নগর থানাধীন জালালপুর সাকিনস্থল জনৈক আমীর হোসেন সরদারের বাড়ীর পশ্চিম পার্শ্বে পুকুড়পাড় থেকে তাকে আটক করে। ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের এ অভিযানে অভিযানে ১৩২ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। 
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি