ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪ জন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৯, ৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৯:১১, ৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে  গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল ভর্তি হয়েছেন। এ নিয়ে এক মাসের বেশি সময়ে রাজবাড়ীতে মোট ৩৪৫ জন ডেঙ্গু রোগীর শনাক্ত হলো। বর্তমানে রাজবাড়ীর হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ২৪ জন ডেঙ্গু রোগী। 

বুধবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন।

 জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতালে ১৪ জন, পাংশায় ৮ জন ও বালিয়াবান্দিতে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি