ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সিআইডি ইন্সপেক্টর নিহত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:০২, ৫ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুরের উলুখোলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সিআইডি ইন্সপেক্টর মোশাররফ হোসেন নিহত হয়েছেন। 

বুধবার রাত সাড়ে দশটার দিকে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ এ যাওয়ার পথে ঢাকা বাইপাস সড়কের উলুখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত মোশাররফ হোসেন গাজীপুর সিআইডিতে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায়। পুলিশ ঘটনাস্থলে  গিয়ে নিহত মোশাররফ হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি