ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বগুড়ার শেরপুর উপজেলার কলেজরোড এলাকায় পৃথক ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি রড বোঝাই ট্রাক-শেরপুর উপজেলার কলেজরোড এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে ছেড়ে আসা আরেকটি ঢাকাগামী কলাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পিছন থেকে আরেকটি কাভার্ডভ্যান ট্রাক দুটিকে ধাক্কা দেয়। ফলে ত্রিমূখী সংঘর্ষ ঘটে। অপর দিকে একই স্থানে নারী পথচারী রাস্তা পারাপারের সময় ওই নারী পথচারিকে কোচ ধাক্কা দেয়। 

ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত তিনজনের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। 

শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সময় প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি