ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ভারতের অভ্যন্তরে বাংলাদেশির লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:২২, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার নিমতলা সীমান্তে ভারতের অভ্যন্তরে পড়ে আছে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ। তার নাম নাজিম উদ্দিন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ব্যাক্তিকে গুলি করে হত্যা করেছে। 

বুধবার রাতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৭৪ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্তবর্তী আকন্দবাড়ীয়া গ্রামের তারু মিয়ার ছেলে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৩টার দিকে সীমান্তবর্তী ৭৪নং মেইন পিলারের কাছাকাছি ভারতের পোঁতা ক্যাম্পের ১নং গেট এলাকায় বিএসএফের গুলিতে নাজিম নিহত হন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী ৫৮ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রেজাউল করিম জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বিস্তারিত এখনই বলতে পারছি না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি