ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে পুলিশের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধ করে ঘরমুখি করতে পুলিশ সুপারের নেতৃত্বে আবারও বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

আজ বুধবার (৪সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আড্ডারত শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। একই সময় পুলিশ সুপার শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে যানজট নিরশনের জন্য গাড়ি চেক করেন।

জেলা পুলিশের এ বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান অংশ নেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সন্ধ্যার পর লেখাপড়া ফাকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি। 

লেখাপড়া ফাকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সে দিকে খেয়াল রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন গত ৫ আগস্ট রাতে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আড্ডারত শিক্ষার্থীদের বাড়ি পাটানোর উদ্যোগ নেন। তার এ উদ্যোগের ফলে বর্তমানে শহরে রাতে শিক্ষার্থীদের আড্ডা অনেকাংশেই কমে এসেছে।

টিআর/  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি