ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজিব বর্ষ উপলক্ষে বাগেরহাটে ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ কোর্স শুরু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

“মুজিব বর্ষ” উপলক্ষে বেকার যুবকদের দক্ষ করে তুলতে বাগেরহাটে দুই মাস মেয়াদী রেগুলার ইকেট্রিশিয়ান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোঃ মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিন হোসেন, বাগেরহাট পল্লী বিদ্যু সমিতির মহা 

ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ, বাগেরহাট পল্লী বিদ্যু সমিতির সহকারি মহাব্যবস্থাপক ব্রজ গোপাল দেবনাথ প্রমুখ। এছাড়া প্রথম ব্যাচের জন্য নির্বাচিত প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে জেলার ৩জন নারীসহ ৩০ জন বেকার যুবক “রেগুলার ইলেকট্রিশিয়ান ট্রেনিং” কোর্সে অংশগ্রহন করবেন।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি