লালমনিরহাটে রওশনের কুশপুত্তলিকা দাহ
প্রকাশিত : ১৯:৫৫, ৫ সেপ্টেম্বর ২০১৯
অবৈধভাবে জিএম কাদেরের নাম বাদ দিয়ে রওশন এরশাদের নাম জাতীয় পার্টির চেয়ার্ম্যান হিসেবে ঘোষণা করায় লালমনিরহাট শহরে বিক্ষোভ ও রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট শহরের বিডিআর রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়।
নেতাকর্মীরা জানান, জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এবং তিনিই এ পদে বহাল থাকবেন। মরহুম এইচএম এরশাদের মৃত্যুর আগে লালমনিরহাটে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে ঘোষণা দিয়ে বলেছিলেন তার মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হবে তার ছোট ভাই জিএম কাদের।
এসময় দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সেকেন্দার আলীসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সেকেন্দার আলী তার বক্তব্যে বলেন, তারা শহরে বিক্ষোভ করে রওশন এরশাদের কুশপুত্তলিতা দাহ করেছেন। প্রয়োজনে আরো কঠিন কর্মসুচি পালন করতে প্রস্তুত জেলা জাতীয় পার্টি।
বিক্ষোভ সমাবেশে তিনি রওশন এরশাদকে জাতীয় পার্টি থেকে অবাঞ্চিত ঘোষনা করেন। ষড়যন্ত্র করে অবৈধভাবে রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আর তাই জিএম কাদেরকে বাদ দিতে করছে নানা ষড়যন্ত্র।
এসি
আরও পড়ুন