ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে চায়ের দোকানদার হত্যার ঘটনায় মা-ছেলে আটক 

নোয়াখালী প্রতিনিধ

প্রকাশিত : ২০:২৫, ৫ সেপ্টেম্বর ২০১৯

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রাম থেকে গত মঙ্গলবার শাহ আলম (৬০) নামের এক চা দোকানীর মরদেহ উদ্ধারের পর এর রহস্য উদঘাটন করেছে পুলিশ। মোবাইলে উত্যক্ত করায় শায়েস্তা করতে গিয়ে একই গ্রামের ইয়াছমিন আক্তার, তার ছেলে ইয়াছিন আরাফাত শুভ ও শুভ এর বন্ধু মিলে ওই দোকানিকে হত্যা করা হয়। 

আজ বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশের সভা কক্ষে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এক প্রেস ব্রিফিংএ এমন তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, গতকাল বুধবার মোবাইল ফোনের সূত্র ধরে ইয়াছমিন ও তার ছেলে ইয়াসিন আরাফাত শুভকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই দোকানিকে হত্যার কথা স্বীকার করে। পরে আদালতে সোপর্দ করলে দুই আসামীই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দী রেকর্ড করেন বিচারিক হাকিম শোয়েব উদ্দিন খান ও মুশফিকুল হক। 

তারা জানান, মঙ্গলবার রাত একটায় মোবাইলে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে তাকে। পরে সড়কের পাশে ফেলে রাখা হয়। সংবাদ পেয়ে পুলিশ মঙ্গলবার ভোরে ওই দোকানির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে শওকত বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি