ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লালমনিরহারটে ই-ট্রাফিক সিস্টেম চালু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫১, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

উত্তরাঞ্চলের লালমনিরহাটে প্রথমবারের মত চালু হলো ই-ট্রাফিক সিস্টেম। বিকেলে লালমনিরহাট ট্রাফিক বক্সের সামনে ই-ট্রাফিক সিস্টেম‘র উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এসময় তিনি বলেন, ইতোপূর্বে বাংলাদেশের ২৩ জেলায় ও সকল মেট্টোপলিট্রন পুলিশে এই প্রক্রিয়া চালু থাকলেও উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে লালমনিরহাটে-ই প্রথম এই সিস্টেম চালু করা হলো।

এর মধ্যদিয়ে ট্রাফিক আইনের আওতায় আসা আইন লঙ্ঘনকারীদের জরিমানা প্রদানে ব্যাংকিং জটিলতাসহ সকল ভোগান্তি কমে আসবে এবং ট্রাফিক পুলিশের স্বচ্ছতা নিশ্চিত হবে। এখন থেকে মোবাইল ব্যাংকিং বা ইউ ক্যাশের মাধ্যমে যেকোন স্থান থেকে সাথে সাথেই জরিমানার টাকা জমা দিয়ে জব্দকৃত কাগজপত্র গ্রহণ করা যাবে। 

পর্যায়ক্রমে এই সিস্টেম প্রতিটি জেলায় চালু করা হবে বলেও ডিআইজি জানান। পরে তিনি তাৎক্ষণিক রাস্তা অভিযান চালিয়ে আইন লঙ্ঘণকারী দুটি গাড়ীর জরিমানা আদায় করেন। এসময় লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা পুলিশ  ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা তার সাথে ছিলেন।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি