ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন শ্রীলংকান মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

শ্রীলংকার বিদ্যুৎ, জ্বালানি ও ব্যবসা উন্নয়ন মন্ত্রী রবি কারুনানায়াসহ ৫ সদস্যের একটি দল কুমিল্লায় বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। 

বৃহস্পতিবার বিকেলে নগরীর জাঙ্গালিয়া এলাকায় লাকধানাভি বাংলা পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। 

এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

পরে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রল্পটির খোঁজ নেন। এর আগে মন্ত্রী ফেনীতে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। 

উল্লেখ্য, ২০১৪ সালে এ বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক ভিত্তিতে যাত্রা শুরু করে। পরে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি