ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে ২ কিশোর আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৯

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চকশ্যাম গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চকশ্যাম গ্রামের মৃত মঞ্জিল হোসেনের ছেলে তারেক হোসেন (১৬) ও তার সহযোগী নওগাঁর ধামুইরহাট উপজেলার পোড়ানগর গ্রামের মিঠুন হোসেনের ছেলে মারুফ হোসেন (১২) নামে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ধর্ষণের এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, চকশ্যাম গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে চাচাতো ভাইয়ের সাথে মাছ ধরতে যায় সাত বছরের ওই শিশু। এ সময় বখাটে তারেক তার সহযোগী মারুফকে সঙ্গে নিয়ে পার্শ্বের একটি পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে তারা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়। রাতে গ্রামবাসীরা ওই দুই বখাটেকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন। ‘ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় গ্রেফতার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি