ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে এক পার্লার কর্মীকে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২০:৩১, ৬ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুর সদরের জোড়পুকুর এলাকায় জেন্টস পার্লারের এক কর্মীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ দুপুরে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসেদু রনি গাজীপুরের ‘অ্যাডামস জেন্টস পার্লার’র একজন কর্মী। এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ঐ পার্লারের মালিক রোমান ও রিংকু এবং তাদের কর্মচারীরা রনিকে বেধড়ক মারধর করেন। পরে তাকে শহরের হাড়িনাল এলাকায় একটি বাড়িতে আটক রাখাও হয়। এক পর্যায়ে রনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় নিহতের ছোট ভাই হোসেন মন্ডল বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন। ইতোমধ্যে হত্যার সঙ্গে জড়িত পাচঁ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি