ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। শনিবার ভোররাত চারটার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত কামরুল ইসলাম আর এফএল কোম্পানির জোনাল ম্যানেজার হিসাবে সিলেটে কর্মরত ছিলেন। তিনি আজ ভোরে তার বাড়ি নাটোর থেকে একটি অফিসিয়াল মিটিংএ যোগ দিতে টঙ্গী কলেজগেট এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। সকালে কলেজগেট এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি