ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৯, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবৈধ প্রসেস মিলের পরিত্যাক্ত তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাকিল (৭) এলাকার তাঁত শ্রমিক রবি শেখের ছেলে ও স্থানীয় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।
 
সদিয়াচাঁদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাসু খানের তাঁতের সুতা রং করার প্রসেস মিলে বিদ্যুৎ সংযোগের ছেঁড়া তার পাশের জলাশয়টিতে পড়ে ছিল। এ সময় শিশু শাকিল হঠাৎ করে সেখানে গোসল করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সংযোগ বিচ্ছিন্ন করে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

নিহতের বাবা রবি শেখ অভিযোগ করে বলেন, প্রসেস মিলের মালিকের অবহেলার কারণেই ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে আমার একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 
ঘটনার বিষয়ে প্রসেস মিলের মালিক পাসু খান জানান, আমি বাইরে থাকায় কিছু জানিনা। 

এ দিকে বিষয়টি নিয়ে এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 
আই/কেআই


 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি