ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উন্মোচন 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৯

‘নিয়মিত কর পরিশোধ করুন, স্বনির্ভর নগর গড়ুন, আপনার নগর পরিচ্ছন্ন রাখুন’এই  স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে গাজীপুরের রাজবাড়ী মাঠে ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উন্মোচন করা হয়।
 
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো.তাজুল ইসলাম। এসময় মন্ত্রী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজের ৩০টি কাজের ফলক উন্মোচন করেন।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো.আখতারুজ্জামান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এসএম সোহরাব হোসেন প্রমুখ।

সচেতনতামূলক আয়োজনে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলরদের নেতৃত্বে শত-শত নেতৃবৃন্দকর্মী সমর্থক এই জনসভায় যোগ দেন। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার সাথে সাথেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় গাজীপুরের রাজবাড়ী মাঠ। 

পরে দেশের স্বনামধন্য শিল্পীরা ডেঙ্গু সচেতনতায় জনগণের করণীয় বিষয়ে বিভিন্ন সংগীত নৃত্য ও নাটিকা উপস্থাপন করেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি