ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৮, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এ শ্লোগানে নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা শহর মাইজদীতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) আবদুর রউফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. অঅলমগীর হোসেন, জেলা উপানুষ্ঠানির শিক্ষা অধিদফতারের উপ পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়া মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস, এন রাশ’র প্রধান নির্বাহী আবুল হাসেম ও বিবি কুলসুম।

বক্তারা জেলায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের নানা দিক তুলে ধরে দুর্গম চর ও দ্বীপ এলাকায় এ কার্যক্রম আরও ছড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি