ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে কুমিল্লায় র‌্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৩, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ শ্লোগানের ব্যানার, ফেস্টুন-প্লেকার্ড নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরচন্দ্র নগর মিলনায়তন টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।

দিবসের প্রতিপাদ্যের ওপর আলোকপাত করে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হকসহ আরও অনেকে।

এছাড়া জেলার ১৭টি উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি