ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় বিজিবির দুইদিন ব্যাপী কর্মশালা শুরু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় দুইদিন ব্যাপী সীমান্ত ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ শীর্ষক কর্মশালা বিজিবি ১০ ব্যাটালিয়ান এর সদর দফতরের উদ্যোগে শুরু হয়েছে।

রোববার শালবন মাল্টিপারপাস হলে এ কর্মশালা শুরু হয়। দুইদিন ব্যাপী এ কর্মশালার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি সরাইল রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

কর্মশালায় আলোচনা করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার মো. আবু মোহাম্মদ মহিউদ্দিন।

কর্মশালায় বিজিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি