ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হিলিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ৮ সেপ্টেম্বর ২০১৯

‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা কৃষি-সম্প্রসারণ অফিসার আব্দুল হান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবাসহ অনেকে। সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি