ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি   

প্রকাশিত : ২০:৪০, ৮ সেপ্টেম্বর ২০১৯

আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পুলিশ সুপার হল রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা এ্যাড.বিমল কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. সুকুমার চন্দ্র দাস, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য প্রান গোবিন্দ চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাড. রনজিত মন্ডল স্বপন, ডা. নিত্য রঞ্জন পাল, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সনজয় সাহা, সদস্য এ্যাড. কল্যান কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক, পুজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য ও শহর কমিটির সভাপতি হীরক গুন, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক সুকান্ত সেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌড়, শহর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু, জেলা কমিটির নেতা রতন চক্রবর্তী,তৃনমুল ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল সিং প্রমুখ।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, ফোরকান সিকদার,সদর থানার অফিসার ইনচার্জ আবু দাউদসহ পুলিশের উধ্বর্তন কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি