ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে শিশু-কিশোরদের মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০৪, ৮ সেপ্টেম্বর ২০১৯

জেলা পর্যায়ে শিশুদের মৌসুমী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হলে তারা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 

জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী আয়োজিত প্রতিয়োগিতা শেষে বিজীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। 

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন জেলা ক্রীড়া কর্মকর্তা ও অধ্যক্ষ আবু মহিউদ্দিন। 

এই প্রতিযোগিতার দলীয় জ্ঞান-জিজ্ঞাসা, উপস্থিত বির্তক, দেয়াল লিখন ও দেশাত্ববোধক জারিগানে ঠাকুরগাঁও সদর উপজেলা দল, লোকনৃত্যে পীরগঞ্জ ও দলীয় অভিনয়ে রাণীশংকৈল উপজেলা দল প্রথমস্থান লাভ করেছে। প্রতিটি প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং বিভিন্ন বয়স ও শ্রেণীপেশার দর্শক তা উপভোগ করেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি