ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে চিরকুট লিখে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ৯ সেপ্টেম্বর ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে চিরকুট লিখে তিন সন্তানের জননী নীলা খাতুন নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে।

এর আগে রোববার রাত সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলার চাপালী কুঠিপাড়ার ভাড়া বাড়িতে ওই গৃহবধু আত্মহত্যা করেন।

নিহত গৃহবধু নীলা খাতুন উপজেলার চেউনিয়া গ্রামের শামিরুল ইসলামের স্ত্রী। স্বামী শহরের একটি হোটেলে কাজ করেন। তাদের নিলয়-নিরব নামের দেড় বছরের যমজ দুটি ছেলে ও ৬ বছরের শামীমা নামের একটি মেয়ে আছে। 

নিহত গৃহবধুর দুলাভাই নয়ন হোসেন জানান, রাতে খবর পেয়ে আমি চাপালী গ্রামে যাই। সেখানে গিয়ে দেখি নীলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আসার পর নীলার মেয়ে শামীমা আমাকে দুটি কাগজ ধরিয়ে দেয়। শামীমা আমাকে জানায়, দুপুরের দিকে মা এই কাগজে লিখেছে। নীলা আত্মহত্যা করার সময় পাশের ঘরেই তার স্বামী শুয়ে ছিল। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তিনি কিছু জানেন না। 

চিরকুটে লেখা আছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় গলায় দঁড়ি দিলাম। কেউ আমার স্বামীকে দোষ দিও না। মা তোমরা কেউ বাদী হয়ও না। এটা আমার অনুরোধ রইল। নীলা।

কালীগঞ্জ থানার ওসি মো. ইউনুচ আলী জানান, গৃহবধু নীলা তার স্বামীর উপর রাগ করে আত্মহত্যা করেছে বলে শুনেছি। চিরকুট লেখার বিষয়টি জানি না। অফিসার ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত বলতে পারব। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি