ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ৯ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং বৃক্ষরোপণে জনসচেতনতামূলক র‌্যালি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সোমবার বেলা ১১টার দিকে আনসার ও ভিডিপি কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান ফলজ ও ভেজষ গাছের চারা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান, বরগুনা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুর রহিম মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা। জেলার ভাতাধারী চারশত সদস্যদের মাঝে ৫টি করে এই ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। এর আগে বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরি করতে একটি র‌্যালি জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি