ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:২২, ৯ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

শাপলা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর শাপলা হাসপাতালের ৩৮ নং ওয়ার্ডে ভর্তি হয়েছিল। কিন্তু ধীরে ধীরে তার কিডনি বিকল হয়ে পড়ে। মঙ্গলবার তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।

তিনি বলেন, সোমবার দুপুর ১২টার পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে আরো চারজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫ জন।

এর আগে গত ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আব্দুল মালেক (১৯) মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তবে তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ঈদ উপলক্ষে বাড়ি গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি