ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ৯ সেপ্টেম্বর ২০১৯

কুড়িগ্রাম শহরের চড়ুয়াপাড়ায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ওই গ্রামের মনিরের বাড়িতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- করিমের খামার গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুল খালেক (৪৫) ও মোগলবাসা ইউনিয়নের চর ভেলাকোপা গ্রামের উমর আলীর ছেলে আব্দুর রহমান (৪৩।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, আব্দুল খালেক ও আব্দুর রহমান শহরের চড়ুয়াপাড়ায় মনিরের বাড়িতে কাজ করতে যায়। সেখানে সুপারি গাছ তুলে অন্যত্র স্থাপন করার সময় গাছ হেলে পরে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি