ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল রেল স্টেশনের দখলে থাকা ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকালে জামতৈল বাজার সংলগ্ন এলাকার পুর্ব ও পশ্চিম পাশের বিভিন্ন ধরনের এই দোকানগুলো উচ্ছেদ করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিম অঞ্চল রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এসময় র‌্যাব, রেলওয়ে পুলিশ এবং কামারখন্দ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

রেলওয়ের অধীনস্ত এসব জায়গাগুলো গত ২ বছর আগে দরপত্রের মাধ্যমে প্লট আকারে রেল কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বরাদ্দ দিয়েছে। এরপর দখলকারীদের সরে যাওয়ার জন্য বার বার নির্দেশ দেয়া হলেও কেউ তা না মানায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি