ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লালমনিরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

লালমনিরহাটের বুড়িমারীতে আঞ্চলিক সড়কে হাতীবান্ধা হাতীবান্ধা উপজলোর বড়খাতা এলাকায় বাস ও ট্রাকরে মুখোমুখি সংর্ঘষে ১জন নিহত হয়েছে। এতে অন্তত ২০জন আহত হয়েছেন। 

আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটলে আহতদের উপজেলা, জেলা হাসপাতালসহ রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।  

পুলশি ও প্রত্যক্ষর্দশীরা সূত্রে জানা যায়, সকালে লালমনির হাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক এবং পাটগ্রাম থেকে লালমনিরহাট গামী যাত্রীবাহী একটি মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মামুন ইসলাম (৩৫) নিহত হন। মামুন হাতীবান্ধা উপজলোর পশ্চিম বেজগ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে উদ্ধার করেছে পুলিশ। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি