ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে বড়শী দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল ওহাব খান (৫৫)।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতি গ্রামে এ ঘটনা ঘটে।এই ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী(৫০) ও মোহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফাকে(২০) আটক করেছে পুলিশ।
নিহতের দুই মেয়ে সেলিনা ও আঞ্জুয়ারা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, ওহাব ও মোহাম্মদ আলীর পাশাপাশি পুকুর রয়েছে। নিজেদের পুকুরে বড়শী দিয়ে একটি মাছ ধরে ওহাব।পরে মোহাম্মদ আলী ও তার ছেলে ওই মাছ নিজেদের পুকুরের দাবী করলে কথা কাটাকাটি শুরু হয়।এতে দুই পরিবারে সংঘর্ষ লেগে ওহাব গুরুতর আহত হয়।তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, এই ঘটনায় সম্পৃক্ত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে আটক দেখানো হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি