ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ট্রাফিক আইন মেনে চলতে কুড়িগ্রাম পুলিশের লিফলেট বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৯

মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার বিষয়ে সচেতন করতে ঝটিকা অভিযান চালিয়ে মোড়ে মোড়ে ট্রাফিক আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
 
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট, শাপলা চত্বর, বাসস্ট্যান্ড মোড়, খলিলগঞ্জ, কলেজ মোড়, ভকেশনাল মোড়, দাদা মোড়সহ বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করা হয়।

দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল আরোহীদের সচেতন করতে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।এসময় মোটর সাইকেল আরোহীদের হেলমেট ছাড়া গাড়ি চালানোর ব্যাপারে সতর্ক করা হয়।
 
লিফলেট বিতরণকালে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সরোয়ার পারভেজ, জেলা ট্রাফিক বিভাগসহ সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম আহ্বান জানিয়ে বলেন, আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালান।এছাড়াও গতি নিয়ন্ত্রণে রেখে সতর্ক থাকা, ঝুঁকিপূর্ণ ওভারটেক না করাসহ ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান তিনি।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি