ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে সম্প্রীতি বাংলাদেশ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:৪৫, ১০ সেপ্টেম্বর ২০১৯

‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সরকারি পিসি কলেজে সম্প্রীতি বাংলাদেশ এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে পিসি কলেজের অধ্যক্ষ শাখিলুর রহমানের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়।

এতে বিশেষ অতিথি ছিলেন, একুশে টেলিভিশনের এমডি মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ আলি শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বিমান বড়ুয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, মিহির কান্তি ঘোষাল, প্রামাণ্যচিত্র পরিচালক আবু সাইফ আহমেদ, সাবেক ছাত্র নেতা তাপস হালদার, শিক্ষার্থী অনয় মুখার্জী, সম্প্রীতি বাংলাদেশের অফিস সেক্রেটারি মো. আবু তালেব, পেজ এডিটর দীপক কামুর কর্মকার, সাংস্কৃতিক কর্মী শফিক রেঞ্জার প্রমুখ।

এদিন, কলেজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। সরকারি পিসি কলেজের অধ্যক্ষ শাখিলুর রহমানকে পরে সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি