ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিএনপি কোনো মহাসড়ক তৈরি করেনি: কাদের (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কোন মহাসড়ক তৈরি করেনি, টোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা চোখ থেকেও অন্ধ হয়ে আছে।

মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট হিসেবে বাস র‌্যাপিড প্রজেক্টের কাজ ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে।

ওবায়দুল কাদের বলেন, রংপুরের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহন করছে, আমরা তাদের স্বাগত জানাই। আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি