ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু (ভিডিও)

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৬, ১০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৪৮, ১০ সেপ্টেম্বর ২০১৯

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার রাত ১২টার দিকে সিদ্দিক মিয়া নামের ঐ ব্যক্তি মারা যায়। সিদ্দিক মিয়ার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হলো। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ফরিদপুর জেলায় গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ১৮৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬২৬ জন। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৪ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ৩৬০ জনকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি