ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৫১, ১০ সেপ্টেম্বর ২০১৯

ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা নামে (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের নাজমুল হকের স্ত্রী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন।

গত ৩ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সে ময়মনসিংহ মেডিকেল কলোজ হাসপাতালে ১১ নং ওর্য়াডে ভর্তি হয়। গত ৭ তারিখ তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার মৃত্যুর তিবিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত ফাতেমার শ্বাসকষ্ট ও হার্টের সমস্যার কারণে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তিনি আরও জানান, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কজেল হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি