ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪

বাগেরহাটে ইটের ট্রাককে পাথর বোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ১০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৫৭, ১০ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ইটের ট্রাকের চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত তিনজনের দুইজন ট্রাকের হেলপার ও একজন ট্রাকের চালক।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো  তুহিন হাওলাদার একুশে টেলিভিশনকে জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে পাংচার হওয়ায় একটি ইট বোঝাই ট্রাক দাড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ঢুকে ট্রাকের হেলপার ও চালক চাকা মেরামতের কাজ করছিল। এসময় পিছন থেকে এসে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, হেলপার ও ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরও একজন আহত হয়। আহতজনকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মাসুদ সরদার জানান, আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি