ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসে আহত ৭ 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ১০ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।এঘটনায় চলাচলরত তিনটি সিএনজি মাটির চাপায় ভেঙ্গে তছনছ হয়ে গেছে। এসময় সিএনজি চালকসহ আহত হয়েছে ৭ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)বিকাল সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় দুই ঘন্টা মেরিন ড্রাইভ সড়কে যানচলাচল বন্ধ থাকার পর এখন সচল হয়েছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘সকাল থেকে ভারি বৃষ্টির কারণে বিকালের দিকে মেরিন ড্রাইভ সড়কের উপর একটি পাহাড় ধসে পড়ে। এই ঘটনায় সড়কে চলাচলরত তিনটি যাত্রীবাহী সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ ঘটনায় চালকসহ ৫ থেকে ৭ জন লোক আহত হয়েছে।এ সময় মাটি চাপায় সড়কের যানচলাচল বন্ধ থাকে অন্তত ২ ঘন্টা।পরে সেনাবাহিনী সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার কবলিত সিএনজি মালিক মিজানুর রহমান জানিয়েছেন,‘আমার ছোট ভাই নেজাম উদ্দিন যাত্রী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে আকস্মিক একটি পাহাড় ধসে আমার গাড়ীর উপর পড়ে।এ সময় আমার সিএনজি সম্পূর্ণ ভেঙ্গে গেছে।এতে আমার ছোট ভাই ও যাত্রীরা আহত হয়।এদের কয়েকজন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, সেনাবাহিনীর সদস্যরা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে প্রথম থেকে কাজ শুরু করে। দীর্ঘ ২ ঘন্টা মেরিন ড্রাইভ এ যান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যে ৬টা থেকে যান চলাচল শুরু হয়েছে’। এর আগে সকালে টেকনাফে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু হয়েছিল।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি